চট্টগ্রামবাসীর সুখ দুঃখের সাথী দৈনিক আজাদী

আবদুর রহিম | বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:২৩ পূর্বাহ্ণ

আজ থেকে চৌষট্টি বছর পূর্বে পরাধীন বাংলাদেশের পীর আউলিয়ার পুণ্যভূমি, বাংলাদেশের প্রবেশদ্বার ও দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র বাণিজ্যিক রাজধানী বন্দর নগরীর পূর্বদিগন্ত আলোকিত করে পরাধীন জাতিকে গোলামীর জিঞ্জির থেকে মুক্ত করতে শোষকের রক্ত চক্ষুকে উপেক্ষা করে উদীয়মান সূর্যের মত চট্টলার বুকে উদিত হয় ‘দৈনিক আজাদী’। ‘দৈনিক আজাদী’ তাঁর প্রতিষ্ঠালগ্ন থেকেই সকল অশুভশক্তির বাঁধা ডিঙিয়ে তাঁর নিরপেক্ষতা ও স্বতন্ত্রবোধ বজায় রেখে বৃহত্তর চট্টগ্রামের গণমানুষের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া এবং সাংস্কৃতিক পরিমণ্ডলের কথা তুলে ধরে পাঠক ও সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। ‘দৈনিক আজাদী’ ও চট্টগ্রামবাসীর মধ্যে ভালোবাসার যে বন্ধন তৈরী হয়েছে তা যেন ‘চিরঞ্জীব’ থাকে সেইজন্য প্রিয় ‘দৈনিক আজাদী’ আগামীতেও চট্টগ্রাম ও চট্টগ্রামবাসীর সুখ দুঃখের সাথী হবে। ‘দৈনিক আজাদী র ৬৫ বছরের পর্দাপণের মুহূর্তে এই প্রত্যাশা করছি। পরিশেষে, ‘দৈনিক আজাদী’ র ৬৪ তম বর্ষপূর্তি ও ৬৫ তম বর্ষে পর্দাপণের বার্ষিকীতে পত্রিকার সম্মানিত সম্পাদক, পাঠক, কর্মকর্তা, কর্মচারী ও কলম সৈনিকসহ সকল সাংবাদিক ভাইদের প্রতি রইলো শুভেচ্ছা এবং অভিনন্দন।

পূর্ববর্তী নিবন্ধমোতাহের হোসেন চৌধুরী : মুক্তবুদ্ধি চর্চার পুরোধা ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধআজাদীর প্রতি ভালোবাসা