চট্টগ্রামবাসীর উন্নয়নের জন্য কাজ করে যেতে চাই : সাঈদ আল নোমান

| মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রামবাসীর সার্বিক উন্নয়ন ও জীবনমান উন্নত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম১০ আসনের বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী সাঈদ আল নোমান। তিনি বলেন, “চট্টগ্রাম আমার জন্মভূমি, এই এলাকার মানুষ আমার আপনজন। তাদের উন্নয়ন, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। নির্বাচিত হলে চট্টগ্রাম১০ আসনকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব এলাকায় রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা করবো।”

সাঈদ আল নোমান আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সুযোগসুবিধা উন্নয়নে তিনি অগ্রাধিকার দেবেন। বিশেষ করে তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি। এ সময় তিনি চট্টগ্রামবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে বলেন, জনগণের সমর্থন ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। সবাইকে সঙ্গে নিয়েই একটি সুন্দর, বাসযোগ্য ও উন্নত চট্টগ্রাম গড়ে তুলতে চাই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশ-জাতির কল্যাণে কাজ করার সুযোগ দিন
পরবর্তী নিবন্ধআগামী নির্বাচন হবে শান্তি ও সমৃদ্ধির রাউজান গড়ার