চট্টগ্রামকে হারিয়ে চাঁদপুর চ্যাম্পিয়ন

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটের ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২ জানুয়ারি, ২০২৬ at ৬:৪৬ পূর্বাহ্ণ

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব১৮ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের বিভাগীয় পর্যায়ের ফাইনালে নিজেদের মাঠেই হেরে গেছে চট্টগ্রাম জেলা দল। গতকাল বৃহস্পতিবার হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চাঁদপুর জেলা দল ৬ উইকেটে চট্টগ্রাম জেলা দলকে পরাজিত করে। ফাইনালে স্বাগতিক চট্টগ্রাম তাদের সক্ষমতা দেখাতে পুরো ব্যর্থ হয়। টসে জিতে এদিন চাঁদপুর প্রথমে ব্যাট করতে পাঠায় চট্টগ্রামকে। চট্টগ্রাম পুরো ৫০ ওভার খেলার আগেই অল আউট হয়ে যায়। ৩৫.২ ওভার খেলে তারা ১২৮ রানের মামুলি সংগ্রহ দাঁড় করায় চাঁদপুরের সামনে। শুরুতে উইকেট হারিয়ে ইনিংসের মাঝপথে কিছুটা দৃঢ়তা দেখালেও যথেষ্ট রান সংগ্রহ করতে ব্যর্থ হয় তারা। দলের পক্ষে ওপেনার মো. আবিদ ২০, সিয়ামুল আওয়াল ২১,ওয়াহিদ মুরাদ ২১, মোহাম্মদ জুনাইদ ১৫ এবং ফাইরিব হুমায়ুন অহন ১৪ রান করেন। ১০ নম্বরে খেলতে নামা ইমরান হোসেন সামি ২০ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে জমা হয় ১২।

চাঁদপুরের ইলিয়াস আহমেদ হিমেল ২২ রান দিয়ে ৩টি এবং শাহজালাল হোসেন ২৪ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন।

জবাবে চাঁদপুর ৩১.৩ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় ১৩০ রান তুলে নেয়। দুই ওপেনার আবরার রশিদ সাফি ১২ এবং আতিকুর রহমান ১৬ রান করে আউট হলেও অন্যরা ব্যাট হাতে ভূমিকা রাখেন। এদের মধ্যে মাহমুদুল হাসান ২৭ এবং মাহনাব চৌধুরী ১৭ রান করেন। রাতুল দাস ২৩ এবং ইলিয়াস আহমেদ হিমেল ৬ রান করে অপরাজিত থাকেন। চাঁদপুরের সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ২৯ থেকে। এর মধ্যে চট্টগ্রাম বোলাররা ২৩ রানই দেন ওয়াইড বল করে। চট্টগ্রামের কাজী আবদুল্লাহ সায়েম ২টি উইকেট পান। চাঁদপুরের ইলিয়াস আহমেদ হিমেল ম্যান অব দি ফাইনাল নির্বাচিত হন।

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিসিবি পরিচালক এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধশামীমের ‘ওয়ান ম্যান শো’
পরবর্তী নিবন্ধশামীমের লড়াকু ৮১ রান সত্ত্বেও ঢাকা হারল সিলেটের কাছে