চট্টগ্রামকে বিশ্বমানের শহরে রূপান্তরের অঙ্গীকার সাঈদ আল নোমানের

| বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রামকে আধুনিক, পরিকল্পিত ও আন্তর্জাতিক মানের নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন চট্টগ্রাম১০ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী সাঈদ আল নোমান। তিনি বলেন, চট্টগ্রাম শুধু বাংলাদেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র নয়, এটি হতে পারে দক্ষিণ এশিয়ার একটি বিশ্বমানের শহর। সঠিক পরিকল্পনা, টেকসই অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নের মাধ্যমে আমি সেই লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।

গতকাল দুপুর আড়াইটায় নগরীর খুলশী বিজিএমইএ মাঠে থেকে শুরু করে সর্দার বাহাদুর নগর, ঝাউতলা বাজার, নালাপাড়া, টিকেট বিল্ডিং, আমবাগান বাস্তুহারা, টাইগারপাস কলোনিসহ ১৩ নম্বর ওয়ার্ডস্থ বিভিন্ন সড়কে গণসংযোগ করেন তিনি।

সাঈদ আল নোমান বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ সমপ্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে চট্টগ্রামকে একটি আধুনিক ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা পেলে আমি চট্টগ্রামবাসীর পাশে থেকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও উন্নত নগরী গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাবো। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাণিজ্য সম্প্রসারণ ও ভিসা জটিলতা নিয়ে আলোচনা
পরবর্তী নিবন্ধহালদায় জাল-বড়শি জব্দ, তিনজনকে জরিমানা