চট্টগ্রামকে বাংলা নামফলকের নগরী করার দাবি

| শনিবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৫৭ পূর্বাহ্ণ

মহান ভাষা ও মুক্তিযুদ্ধের শহীদদের সম্মান জানাতে বিদেশি ভাষার নামফলকে কালো কালি লেপন করে ভাষা শহীদদের প্রকৃত সম্মান জানাতে গণ অধিকার চর্চা কেন্দ্র অভিনব কর্মসূচি পালন করেছে। গতকাল রাত ১২ টায় চট্টগ্রাম বিপণি বিতানের সামনে বিদেশি ভাষার নামফলকে কালো কালি লেপন করেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। খোলা ট্রাককে মঞ্চ করে বিপণি বিতানের মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডা. মাহফুজুর রহমান। দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্বা অধ্যাপক ডা. ইদ্রিস আলী, গণ অধিকার চর্চা কেন্দ্রের সদস্য সচিব মশিউর রহমান খান, মহিলা আওয়ামী লীগের নেত্রী হাসিনা আক্তার টুনু, এড. শিপু, কাজী রাজিশ ইমরান, মাহবুবুর রহমান শিপু, প্রকৌশলী লিটন ব্যানার্জি, ক্যাব নেতা জানে আলম, প্রজন্ম চট্টগ্রামের প্রধান নির্বাহী জসিমুল হক চৌধুরী, মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদের সভাপতি এম নুরুল হুদা, মোহাম্মদ কাদের, ছাত্রলীগ নেতা এম কাইছার উদ্দীন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধখাড়িয়া ভাষা
পরবর্তী নিবন্ধছাত্র-ছাত্রীদের মধ্যে আল ফুয়াদ একাডেমির পুরস্কার বিতরণ