চট্টগ্রামকে বাঁচানোর জন্য সিআরবি রক্ষার আন্দোলন

সমাবেশে বক্তারা

| মঙ্গলবার , ৫ অক্টোবর, ২০২১ at ৫:৫১ পূর্বাহ্ণ

প্রাচ্যের রানি চট্টগ্রাম একসময় নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর ছিল। কিন্তু অপরিকল্পিত উন্নয়নের কারণে আমরা সেই ঐতিহ্য অনেকটা হারিয়েছি। উন্মুক্ত জায়গা, খেলার মাঠ নেই বললেই চলে। একটি মাত্র উন্মুক্ত স্থান সিআরবি, যেখানে মানুষ প্রাণভরে শ্বাস নিতে পারে, সেটিও ধ্বংস করার পাঁয়তারা চালানো হচ্ছে। সুস্থ ধারার প্রগতিশীল আপামর মানুষের চেতনাকে উপেক্ষা করে, প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে কোনো উন্নয়ন হতে পারে না। চট্টগ্রামের স্বার্থেই সিআরবিকে রক্ষা করতে হবে। সিআরবি রক্ষার আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, চট্টগ্রামকে বাঁচানোর জন্যই এই আন্দোলন। গতকাল সোমবার সিআরবিতে নাগরিক সমাজ, চট্টগ্রামের সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বক্তব্য দেন, নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, কবি হোসাইন কবির, সাংবাদিক মহসিন কাজী । মিঠুন দাশগুপ্তের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক মাইন উদ্দিন কোহেল, কবি আবু মুছা চৌধুরী, সাংবাদিক ঋত্বিক নয়ন, হাসিনা আক্তার টুনু, সাবের আহমেদ, মোরশেদ আলম, সৈয়দ নাফিজ উদ্দিন, বচিকশিল্পী দিলরুবা খানম, মোহাম্মদ হাসনাত চৌধুরী, কবি মিনু মিত্র, আবৃত্তিশিল্পী বিপ্লব কুমার সেন, তাপস দে, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহামুদুল করিম, মাইমুন উদ্দিন মামুন, সাজ্জাদ হোসেন জাফর, অনির্বাণ দত্ত, নুরুল আজিম, যুবরাজ দাশ প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন হুমায়ুন কবির মাসুদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে টমটম চাপায় শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধড. সুনন্দা বড়ুয়া