চট্টগ্রামকে পর্যটন এলাকা করতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ

চট্টগ্রাম ফোরামের সাধারণ সভায় বক্তারা

| রবিবার , ২৬ নভেম্বর, ২০২৩ at ১০:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে পরিকল্পিত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে পর্যটন এলাকায় পরিণত করা গেলে বছরে কোটি কোটি টাকা রাজস্ব আয় সম্ভব। গতকাল শনিবার ঢাকাস্থ চট্টগ্রাম ফোরামের সাধারণ সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন।

বক্তারা বলেন, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল, ফয়’স লেক, মীরসরাইয়ের ঝরনা, পাহাড়, শিল্পনগর, ভাটিয়ারী থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত, বন্দর জেটি, আনোয়ারার পারকী বিচ, কাপ্তাই জলপ্রপাত, রাঙামাটি, খাগড়াছড়ির সাজেক, বান্দরবানের নীলগিরিসহ বৃহত্তর চট্টগ্রামে অনেক পর্যটন স্পট রয়েছে। দেশিবিদেশি পর্যটক আকৃষ্ট করার মাধ্যমে বিপুল পরিমাণ আয় করা সম্ভব। এ ব্যাপারে চট্টগ্রামের মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিল্পপতি এবং সরকারি আমলাসহ সমন্বিত প্রচেষ্টায় উদ্যোগ নিলে দেশ এগিয়ে যাবে।

সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি শিল্পপতি মো. নুরুল আলম। সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন মোহাম্মদ ফারুক।

সাংগঠনিক সম্পাদক আকাশ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফোরামের প্রধান উপদেষ্টা এম এম মুনসেফ আলী, উপদেষ্টা সালাউদ্দিন গাজী, নেত্রসেন বড়ুয়া ও বিজিএমইর সাবেক সহসভাপতি মোহাম্মদ নাছির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যক্ষ মির কফিল উদ্দীন একজন সফল শিক্ষাবিদ
পরবর্তী নিবন্ধ‘ভিয়েতনাম বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে’