চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বলেছেন, ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক চট্টগ্রাম অনেক আগে থেকে পর্যটন শহর হিসেবে পরিচিতি লাভ করেছে। ব্যবসা-বাণিজ্য অর্থনীতির প্রাণ কেন্দ্র এই শহর সৌন্দর্যের দিক থেকে অন্যতম। আলোকিত চট্টগ্রামকে নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। গত ২৮ মার্চ সোমবার সন্ধ্যা ৭টায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির অভিষেক ও মিলন মেলা-২০২২ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি সাবেক কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর চীফ রিপোর্টার হাসান আকবর। অনুষ্ঠানে একুশে পদক প্রাপ্তির জন্য দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেককে সংবর্ধনা প্রদান করা হয়। তাঁর পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অভিষেক ও মিলন মেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক আশফাক আহমেদ, সদস্য সচিব মুহাম্মদ ইয়াকুব, উপদেষ্টা সালেহ আহমদ সোলেমান, সহ সভাপতি মুস্তাফিজুর রহমান চৌধুরী, লায়ন নুরুল আবছার চৌধুরী, কাজী মো. ইব্রাহীম, আবুল হোসেন, সালাহ উদ্দিন আহমেদ চৌধুরী, লায়ন এম শফিউল আলম, মো. নুরুল কবির, জিয়াউর রহমান, রুবেল সাহা, মো. শফিকুল ইসলাম শাহীন, এম মহিউদ্দিন আহমেদ সিদ্দিকী, লায়ন মো. মাহতাব উদ্দিন, মো. হাসান পারভেজ, মো. শফিউল আজম, মো. রফিক উদ্দিন, মো. হারুন উর রশিদ, আমীর হোসেন, মো. ইউছুপ আলী, হুমায়ুন কবির।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন, অধ্যক্ষ মাওলানা আবদুস শাকুর। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবছার উদ্দিন অলির সঞ্চালনায় সংগীত পরিবেশন করেন বেলী, দীপেন, মাসুদ, মঞ্জুরুল আলম, মৌমনি। প্রেস বিজ্ঞপ্তি।