চট্টগ্রামকে তিন দিন স্বাধীন করে রেখেছিলেন মাস্টার দা সূর্য সেন

প্রয়াণ দিবসের আলোচনায় বক্তারা

| মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ at ৮:৫৬ পূর্বাহ্ণ

মাস্টারদা সূর্যসেন স্মৃতি সংরক্ষন পরিষদের পক্ষ থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা মাস্টারদা সূর্য সেনের ৯১তম প্রয়ান দিবসে জেএমসেন হল ও তাঁর জন্মভূমি রাউজানে আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। গতকাল সোমবার প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও পরে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন কমিটির আহবায়ক প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুজন কান্তি বিশ্বাস, সদস্য সচিবসুভাষ মুহুরী। স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রবীর চৌধুরী, রাজন সেন রাজু, সুকুমার সেন কৃষ্ট, প্রণব চৌধুরী মিঠু, পল্টু বিশ্বাস, সুশীল দে টুটু, কিশোর পালিত, সদীপ দে, তাপস সেন, টিটু চৌধুরী, কাঞ্চন দেব, শিক্ষক কাঞ্চন বিশ্বাস, বিপ্লব দাশ, তাপস দে, তপন চৌধুরী, সদীপ দে, দীপ্ত চৌধুরী, শাহদাত মির্জা, মো. সুমন, হাছান বাহাদুর প্রমুখ।

এতে বক্তারা বলেন, যখন সূর্যসেনের ব্রিটিশ আমলে অবিভক্ত ভারতবর্ষে সূর্য উদিত হত না এমন একটি প্রবাদ ছিল, ঠিক তখন ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে চট্টগ্রামকে যিনি ৩ দিনের জন্য স্বাধীন করেছিলেন এবং ওই ৩ দিন চট্টগ্রামের পরীর পাহাড়ের (বর্তমান কোর্ট বিল্ডিংয়ে) এর উপরে স্বাধীনতার পতাকা উড্ডীয়ন রেখেছিলেন সেই লড়াকু বিপ্লবীর নাম মাস্টারদা সূর্য সেন।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে বিদুৎস্পৃষ্টে রোহিঙ্গা যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধমহানবীর (দ.) জীবনাদর্শ অনুসরণে দুনিয়ায় শান্তি ফিরে আসবে