চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত ও আরো পার্ক প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাব

লন্ডনে নাগরিক সংবর্ধনায় ইঞ্জিনিয়ার মোশাররফ

| রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৪:৫৫ পূর্বাহ্ণ

গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইঊকের উদ্যোগে ব্রিটেনে সফররত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপিকে গত ২২ জুলাই নাগরিক সংবর্ধনা দেয়া হয়। হোয়াইট চ্যাপেলের ১১৩ নিউ রোডস্থ চিটাগাং সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ও ফাউন্ডিং প্রেসিডেন্ট ব্যারিস্টার মনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন, এসোসিয়েশনের কার্যকরী কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ ইসহাক চৌধুরী। সঞ্চালনায় ছিলেন জেনারেল সেক্রেটারি মোহাম্মদ কায়সার। বক্তব্য দেন, প্রাক্তন ছাত্রনেতা অভিজিৎ ধর বাপ্পী, শওকত মাহমুদ টিপু, কাউন্সিলর সায়েদ ফিরোজ গণি, আখতার আলম, মীর রাশেদ আহমেদ, সলিসিটর জাগির আলম, লুৎফর রহমান সাঈদ, ব্যারিস্টার আনোয়ার হোসেন, মনির মাহমুদ, নূরুন্নবী আলী, ওসমান ফয়সাল, শহিদুল ইসলাম, টিংকু চৌধুরী, সেলিম হোসেন, জাকারিয়া শহীদ, আসমা আলম, রোচে আনচা, শওকত ওসমান, তারেক চৌধুরী, জসিম চৌধুরীসহ মীরসরাই, সীতাকুণ্ড, কঙবাজার, পটিয়া, আনোয়ারা, রাউজান, হাটহাজারীর বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতার সমাধানের দায়িত্ব তাঁর হাতে নেয়ার জন্য আহ্বান জানান।
সংবর্ধিত অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন যুক্তরাজ্যে দলমত নির্বিশেষে অনেক দূর দূরান্ত থেকে আগত চট্টগ্রামবাসীদের ফুলেল সম্মাননায় সিক্ত হয়ে
আবেগে আপ্লুত হন। গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইঊকের পক্ষে প্রদান করা হয় ক্রেস্ট।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মহান মুক্তিযুদ্ধ ও রাজনীতির দীর্ঘ গতিপথের মুহূর্তগুলি স্মৃতিচারণ করেন। তিনি বলেন, অর্থনীতি ও উন্নয়নসহ বিভিন্ন সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যার স্বীকৃতিও মিলেছে। পদ্মা সেতুর সাহসী বাস্তবায়ন এর প্রমাণ। তিনি প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বে এসব অর্জন করা সম্ভব হয়েছে বলে ব্যক্ত করেন। তিনি চট্টগ্রামকে জলাবদ্ধতা মুক্ত করা এবং আরো পার্ক প্রতিষ্ঠা করতে চেষ্টা করে যাবেন বলে জানান। অনুষ্ঠানের সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, চট্টগ্রামের রাজনীতির কিংবদন্তী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে তাঁর আজীবন সফলতার জন্য যুক্তরাজ্যের প্রবাসী চট্টগ্রামবাসীদের পক্ষে এই নাগরিক সংবর্ধনার আয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান হাইকমিশনকে বাংলাদেশের পতাকার ছবি নামিয়ে ফেলার নির্দেশ
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সভা