চট্টগ্রামকে আধুনিক বাণিজ্যিক রাজধানী তৈরি করতে কাজ করছে সরকার

আলোচনা সভায় চেম্বার প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ

| শুক্রবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ১:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি ওমর হাজ্জাজ বলেছেন, চট্টগ্রামকে সত্যিকারের আধুনিক বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। তাই চট্টগ্রামকে ঘিরে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

গত মঙ্গলবার নগরীর আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম ইমপোর্টার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশন (সিআইএসএ) আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের প্রধান আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মিল্টন দে। যুগ্ম আহ্বায়ক অরবিট ট্রেডিং ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাফর উল্লাহ এবং এসোসিয়েশনের সদস্য সচিব এম জি রহমান দিপুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি ওমর হাজ্জাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি ও প্যারামাঊন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালেহ আহম্মদ সোলেমান। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাঈন উদ্দীন চৌধুরী, সাংবাদিক মোহাম্মাদ সেলিম জাবেদ, চট্টগ্রাম মহানগর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নিশাত। আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এম আর সোহেল, জালাল উদ্দীন রাসেল, শেজাত সাকিল, সৈয়দ মোহাম্মাদ কামরুল হাসান, মোহাম্মাদ মুহিঊদ্দীন পাটোয়ারি, নিউটন দে, ইফতেকার আলম তুহিন, মাহবুদ জাবেদ, তন্ময় অনন্য প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাস্তায় ৪০ লাখ ‘বাংলা টেসলা’, উচ্ছ্বসিত বিদ্যুৎ প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২