চঞ্চল-বাবুকে নিয়ে ‘দুই দিনের দুনিয়া’

| বুধবার , ৭ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৪৭ পূর্বাহ্ণ

বাংলাদেশে অভিনয় জগতের দুই নক্ষত্র ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরী। তাদের নিয়ে ‘দুই দিনের দুনিয়া’ নামের এক নতুন ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন ‘দেবী’ সিনেমার পরিচালক অনম বিশ্বাস। দেশি ওটিটি প্ল্যাটফর্ম চরকি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ছবিটির পোস্টার প্রকাশ করেছে। ‘দুই দিনের দুনিয়া’ ওয়েব ফিল্ম নির্মাতা অনম বিশ্বাস বলেন, ওয়েব ফিল্মটার শুটিং শেষ। এখন পোস্ট প্রোডাকশন কাজ চলছে। তাছাড়া আর কোনো কিছু বলতে পারছি না। সামনে টিজার প্রকাশ হবে। তার পর সব বলতে পারবো।
এ বিষয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি-তে শীঘ্রই আসছে ‘দুই দিনের দুনিয়া’। তাছাড়া এই মুর্হুতে আর কোনো কিছু বলা যাবে না। প্রকাশ হলেই জানতে পারবেন সব।

পূর্ববর্তী নিবন্ধ‘জীবন পাখি’র টাইটেল গানে অংকন
পরবর্তী নিবন্ধএক মঞ্চে জনপ্রিয় তিন ব্যান্ড