চক্ষু চিকিৎসক সমিতি, চট্টগ্রাম শাখার উদ্যোগে এক বৈজ্ঞানিক সেমিনার নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সমিতির চট্টগ্রাম শাখার সভাপতি ডা. এম এ করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রবন্ধ উপস্থাপন করেন ডা আমিনুর রহমান। সভায় চক্ষু চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় বক্তারা চট্টগ্রাম অঞ্চলে ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা কমিউনিটি চক্ষু হাসপাতালের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, এই হাসপাতালগুলোতে চক্ষু বিশেষজ্ঞ ছাড়া সাধারণ ডাক্তারগণ যাদের চক্ষু অপারেশন করার যোগ্যতা নেই তারা চক্ষু বিশেষজ্ঞ হিসেবে নিজেদেরকে প্রকাশ করে প্যারামেডিক্সদের সাহায্য নিয়ে চোখের অপারেশন করার মত জঘন্য কাজ করে যাচ্ছেন। এই ধরনের কার্যক্রম মানুষের চোখের মতো অমূল্য সম্পদকে হুমকির মুখে ফেলছে বলেও তারা মন্তব্য করেন। সভায় ভুল চিকিৎসায় ক্ষতিগ্রস্ত কয়েকজন রোগীর বিষয়েও আলোচনা করা হয়। উপস্থিত চক্ষু বিশেষজ্ঞগণ ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এই ধরণের অনৈতিক কার্যক্রম বন্ধ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সেমিনারে ডাঃ ওসমান শহীদ কুতুবী, ডাঃ এম মজুমজদার, ডাঃ গোলাম মোস্তফা চৌধুরী, ডাঃ মুনিরুজ্জামান ওসমানী, ডাঃ প্রকাশ কুমার চৌধুরী, ডাঃ মোজাম্মেল হক শরিফী, ডাঃ আবদুল মান্নান সিকদার, ডাঃ রাজীব হোসেন, ডাঃ সুজিত কুমার বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।