‘চক্ষুর যত্নে করণীয়’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার

রোটারি ক্লাব রিভার শাইন ও ক্লাব কলেজিয়েটস্‌’র যৌথ উদ্যোগ

| মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৫৩ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগং রিভার শাইন ও ক্লাব কলেজিয়েটস, চট্টগ্রামের যৌথ উদ্যোগে চক্ষুর যত্নে করণীয় শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার প্রফেসর ড. মোহিতউল আলমের সভাপতিত্বে ক্লাব কলেজিয়েটস মিলনায়তনে গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে চক্ষু বিশেষজ্ঞ ডা. এম, এ করিম প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি কি চোখের যত্নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি উপস্থিত শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ডা. করিম চল্লিশোর্ধ বয়সের সকলকে চোখের প্রেসার পরীক্ষা করা,যারা কম্পিউটার ও মোবাইল বেশি ব্যবহার করেন, তারা কিভাবে ব্যবহার করলে চোখের ক্ষতি কম হবে তার উপর বিশেষ ভাবে আলোকপাত করেন। সেমিনারে উপস্থিত ছিলেন রোটারিয়ান মেসবাহুর রহমান, রোটারিয়ান সানিউল ইসলাম, রোটারিয়ান মুরতুজা বেগম, রোটারিয়ান কাজী মো. আশেকে এলাহী, রোটারিয়ান ডা. নাজ সোহানী সুলতানা, রোটারিয়ান আজীজ, রোটারিয়ান শীলা করিম, রোটারিয়ান আ হ ম জাহাঙ্গীর, আলেয়া সুরাইয়া খানম, মাহমুদুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধরাউজান স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আলোচনা সভা