রাঙামাটির লংগদু উপজেলায় পাঁচ বছরের শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুলসাখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫৫)। সে উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও ৩ নম্বর ওয়ার্ডের মৃত রুস্তম আলীর ছেলে। নুরুল ইসলামের সোনারগাঁও এলাকায় একটি মুদি দোকান রয়েছে।
ভিকটিম শিশুর পিতা জানান, বৃহস্পতিবার বেলা ১টার দিকে মেয়েকে বিস্কুট আনার জন্য দোকানে পাঠাই।
মেয়ে আসতে দেরি করেছে কেন জানতে চাইলে সে প্রথমে স্বীকার করেনি। পরে আমি আর আমার স্ত্রী দেখি মেয়ে অসুস্থ। ভালো করে জিজ্ঞেস করলে মেয়ে জানায়, দোকানদার নুরুল ইসলাম চকলেট দিবে বলে তাকে দোকানের ভিতরে নিয়ে ধর্ষণ করে।
লংগদু থানার ওসি তদন্ত স্বরজিৎ দেব বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে আলামত নিশ্চিত করা হয়েছে। এরপর ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমের পরিবারের দেয়া অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হবে।