খাগড়াছড়ির দীঘিনালায় চকলেটের প্রলোভনে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। অভিযুক্ত যুবকের নাম মো. পারভেজ (২৩)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বড় মেরুং এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির মা জানায়, মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে নদীর পাড়ে নিয়ে যায় পারভেজ। এসময় তাকে ধর্ষণের চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পারভেজকে আটক করে গণধোলাই দেয়। তার বিরুদ্ধে আমরা মামলায় যাব।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোসেন জানান, পারভেজকে ধরার পর স্থানীয়রা মারধর করে আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। এ ব্যাপারে দীঘিনালাা থানার উপ-পরিদর্শক মো. শাখাওয়াত জানান, ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।