চকরিয়ার দরবেশকাটা উচ্চ বিদ্যালয়ে গত বুধবার সকালে ক্লাস চলাকালে কক্ষে ঢুকে একদল ঊচ্ছৃঙ্খল যুবক কর্তৃক শিক্ষার্থীদের মারধরের জেরে গতকাল বৃহস্পতিবার দুপুরে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবারের ঘটনা নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে একদল শিক্ষার্থী সড়কে অবস্থান নেয়। এ সময় তারা টায়ার জ্বালিয়ে সড়কে ব্যারিকেড সৃষ্টি করলে উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে। পরে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ-জামান, থানার ওসি চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে পুলিশসহ সংশ্লিষ্টরা অকুস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘটিত ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নিলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
দরবেশকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর হোছাইন জানান, তুচ্ছ একটি বিষয় নিয়ে গত বুধবার স্থানীয় ঊচ্ছৃঙ্খল কিছু ছেলে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করে। এক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থীর গায়েও হাত তুলে। এতে তারা আহত হলে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই হামলার ঘটনার জের ধরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে সড়ক অবরোধ করে। এ সময় তাদেরকে বারণ করা হলে তা শোনেনি।
ঘটনার বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, বুধবারের তুচ্ছ একটি ঘটনা নিয়ে বৃহস্পতিবার দুপুরে দরবেশকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। পরে ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।