চকরিয়া বায়তুশ শরফ শাহ জব্বারিয়া আদর্শ নূরানী মাদ্রাসার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ১ম সভা ২৯ নভেম্বর বিকেল চারটায় মাদ্রাসার সহ–সভাপতি ও বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে চকরিয়া বায়তুশ শরফ মসজিদ কমপ্লেঙের ২য় তলায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে কঙবাজার বায়তুশ শরফ কমপ্লেঙের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম। চকরিয়া বায়তুশ শরফ কমপ্লেঙ মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ মাহের শামস ও মাদ্রাসার সহ অর্থ সম্পাদক মীর মুহাম্মদ আবু তালহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সহ সভাপতি এডভোকেট মোহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক আনোয়ারুল মুবিন, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ চকরিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, মাদ্রাসার সহ সাধারণ সম্পাদক মাস্টার আবছার উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য ছালেহ আহমদ সওদাগর, এহসানুল হক চৌধুরী (দুবাই এহসান), রেজাউল হক সওদাগর, আনোয়ার হোসেন, খোকন মাহমুদ, আব্বাস উদ্দিন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ বারেক, মহিউদ্দিন, আ,ন,ম আরাফাত, এম মনছুর আলম, এনামুল হক, শাহাব উদ্দিন, নজরুল ইসলাম, জিহাদুল ইসলাম প্রমুখ। সভাপতির বক্তব্যে হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ চকরিয়া বায়তুশ শরফ কমপ্লেক্েসে অধীনে পরিচালিত শাহ আখতরিয়া হেফজখানা, শাহ কুতুবউদ্দিন এতিমখানার পাশাপাশি রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর নামে একটি দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠার প্রস্তাব করেন। কঙবাজার বায়তুশ শরফ কমপ্লেঙের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম তাঁর বক্তব্যে প্রস্তাবিত মাদ্রাসাটি ‘বায়তুশ শরফ আল্লামা শায়খ আবদুল হাই নদভী দাখিল মাদ্রাসা’ নামকরণের প্রস্তাব করলে উপস্থিত সকলে তাতে সম্মতি জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।










