চকরিয়া পৌরসভা নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ

মতবিনিময় সভায় কক্সবাজার জেলা প্রশাসক

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৭:১৩ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেছেন, আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য চকরিয়া পৌরসভার নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ। এই নির্বাচনে কোন পেশীশক্তি, অস্ত্রবাজ, সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া হবে না। প্রতিটি কেন্দ্রের বাইরে এবং ভেতরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে নির্বাচন অনুষ্ঠানের আগে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক সদস্য মোতায়েন থাকবে নির্বাচনী মাঠে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ভোটারদের চাওয়া অনুসারেই চকরিয়া পৌরসভার নির্বাচন হবে অতীতের যে কোন নির্বাচনের চেয়ে শতভাগ সুষ্ঠু। গতকাল শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে চকরিয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও গণমাধ্যমকর্মীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ-জামান, ডিজিএফআই, এনএসআই’র প্রতিনিধি। শুরুতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম আচরণবিধি সংক্রান্ত ডকুমেন্টারী প্রদর্শন করেন।

পূর্ববর্তী নিবন্ধবৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে
পরবর্তী নিবন্ধজেন্ডারভিত্তিক শ্রমবিভাজন এবং কর্মজীবী নারী