চকরিয়া ও খাগড়াছড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৮জন। গতকাল চকরিয়ার জিদ্দাবাজার, উত্তর হারবাং আজিজনগর ও খাগড়াছড়ির মানিকছড়ি ওসমানপল্লীতে পৃথক এদুর্ঘটনা ঘটে।
চকরিয়া প্রতিনিধি জানান, চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ যাত্রী আহত হয়েছেন। গতকাল বেলা পৌনে একটার দিকে মহাসড়কের চকরিয়ার জিদ্দাবাজার ও উত্তর হারবাং আজিজনগর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। আজিজনগরের দুর্ঘটনার প্রায় আধঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, প্রায় একই সময়ে মহাসড়কের জিদ্দাবাজারে যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন চকরিয়ার পাহাড়তলী গ্রামের মৃত শফিকুর রহমানের পুত্র রেজাউল করিম (৪৫)।
আজিজনগরে কঙবাজারমুখি এস আলম বাস ও চট্টগ্রামমুখি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায়। তবে কেউ নিহত হননি। বাসের তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তারা হলেন- পটিয়ার মৃত জিয়াউল করিমের ছেলে আমিরুল কবির, তার কন্যা নাফিজা কবির রুহী ও মৃত তালেবুর রহমানের পুত্র খোরশেদ আলম। চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় পতিত গাড়ি চারটি জব্দ করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, গতকাল সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি ওসমানপল্লী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে আব্দুল সাত্তার নামে একজন নিহত হয়। নিহত আব্দুল সাত্তার মানিকছড়ি সদর গুচ্ছগ্রামের রফিক মিয়ার ছেলে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। আহতরা সবাই মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে চিকিৎসাধীন। এছাড়া মহালছড়ির নুনছড়ি এলাকায় কাঠবোঝাই ট্রাক উল্টে উগ্যজাই মারমা নামে এক পথচারী আহত হয়েছেন।