চকরিয়া সমিতি চট্টগ্রামের ১৮তম দ্বিবার্ষিক নির্বাচনে ২০২৬–২৭ মেয়াদের জন্য নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ ও অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে গত ৩ জানুয়ারি অভিষেক অনুষ্িঠত হয়। সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক হামিদ হোছাইনের সঞ্চালনায় এবং সভাপতি ড. মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন কন্ট্রাক্টর। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা আতাউল হক ও ইঞ্জিনিয়ার নুর হোসেন।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার, চবি কাজী নজরুল ইসলাম গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফরিদুদ্দিন ফারুক, অধ্যাপক নঈম কাদের এবং বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ সিকদার প্রমুখ। এর আগে প্রধান নির্বাচন কমিশনার হাফেজ আমান উল্লাহ নতুন কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন। তারা হলেন– সভাপতি ড. মোহাম্মদ সানাউল্লাহ, সহ–সভাপতি এম হামিদ হোছাইন, এম জাহাঙ্গীর কবির চৌধুরী ও মোহাম্মদ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক হামিদ হোছাইন, যুগ্ম সাধারণ সম্পাদক এম মোবারক আলী।
অনুষ্ঠানে বক্তারা চকরিয়া সমিতি চট্টগ্রামের ঐতিহ্য, সামাজিক ভূমিকা ও অবদানের কথা স্মরণ করে বলেন, চকরিয়া ও পেকুয়ার সার্বিক উন্নয়ন এবং প্রবাসী চকরিয়াবাসীর ঐক্য সুদৃঢ় করতে নতুন নেতৃত্বকে দায়িত্বশীল ও জনকল্যাণমুখী ভূমিকা রাখতে হবে। বক্তারা চকরিয়া ও পেকুয়াবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।










