চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সনাক-টিআইবির গণশুনানি

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:৪১ পূর্বাহ্ণ

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য উপস্থাপনের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি চকরিয়ার সহযোগিতায় গতকাল শনিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এই গণশুনানির আয়োজন করে। সনাকটিআইবি চকরিয়ার সভাপতি

 

বুলবুল জান্নাত শাহিনের সভাপতিত্বে গণশুনানিতে অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত, আবাসিক মেডিকেল অফিসার নুরুল আজম, হাসপাতালের সকল বিভাগের প্রতিনিধি, উপজেলার বিভিন্ন স্তরের সেবাগ্রহীতা, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি এবং সনাকটিআইবি চকরিয়ার সনাক, ইয়েস ও এসিজির সদস্যবৃন্দ।

স্বাগত বক্তব্য দেন সনাকটিআইবির সদস্য মংখেরী রাখাইন। সনাকটিআইবি চকরিয়ার এরিয়া কোঅর্ডিনেটর মো. আবু বকরের সঞ্চালনায় সেবাগ্রহীতারা হাসপাতালের কর্মকর্তাকর্মচারী কর্তৃক রোগী ও রোগীর অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্য সেবা প্রদানে অবহেলা,

হাসপাতালে পরিষ্কারপরিচ্ছন্নতার ঘাটতি, সিটিজেন চার্টার ও অভিযোগ বাক্স না থাকা এবং হাসপাতাল চত্বরে দালালদের উপস্থিতি বিষয়ে তাদের অভিযোগ তুলে ধরেন। আবাসিক মেডিকেল অফিসার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবাইকে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা সরাসরি

কর্তৃপক্ষের কাছে জানানোর জন্য অনুরোধ করেন এবং হাসপাতালের সেবাসমূহকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সকলের সহায়তা কামনা করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক সাইফুল ইসলাম, মনজুর আলম, এনজিও প্রতিনিধি মো. শাহাব উদ্দিন, মো. মামুন, মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, সনাক

সদস্য সন্তোষ কুমার সুশীল, জিয়া উদ্দিন, হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. শামীমা সুলতানা, ডা. মহিম উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় চার মামলায় সাড়ে ৯ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধএইচ এম স্টিল সেরা বিদ্যুৎ গ্রাহকের পুরস্কারে ভূষিত