চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চুট্টু গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৪:৪৭ পূর্বাহ্ণ

চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা ভূমি অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চুট্টু চকরিয়ার উপকূলীয় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, মকছুদুল হক চুট্টু কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশোকসভায় হট্টগোল-বাকবিতণ্ডা, রাতে প্রকল্প পরিচালক সাময়িক বরখাস্তের খবর
পরবর্তী নিবন্ধ২৯৫ ওষুধ অত্যাবশ্যক তালিকাভুক্ত, দাম বেঁধে দেবে সরকার