কক্সবাজারের চকরিয়ার সাহারবিল ইউপির সাবেক চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীকে আদালত এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার পর পরই আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সূত্র জানায়, একাধিক রাজনৈতিক মামলার আসামি হয়ে ৬ মাস জেলে ছিলেন সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী। এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন তিনি। সেই মামলায় জামিনের মেয়াদ শেষ হলে গতকাল মঙ্গলবার নিম্ন আদালতে হাজিরা দিতে যান। হাজিরা দেওয়া শেষে এজলাস থেকে বের হওয়া মাত্রই আদালতের বারান্দা থেকে তাকে ফের গ্রেপ্তার করে সাদা পোশাকের ডিবি পুলিশ। এরপর তাকে চকরিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেপ্তার নবী হোছাইনের বিরুদ্ধে ঈদগাঁও থানার একটি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।












