চকরিয়া আদালত চত্বর থেকে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান নবী হোছাইন

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ২:৫৭ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীকে আদালত এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

আজ মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে রাজনৈতিক মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার পর পরই আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়- একাধিক রাজনৈতিক মামলার আসামি হয়ে দীর্ঘ ৬ মাস জেলে ছিলেন সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী। এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়ে মুক্ত হন তিনি। সেই মামলায় জামিনের মেয়াদ শেষ হলে আজ মঙ্গলবার নিন্ম আদালতে হাজিরা দিতে যান। হাজিরা দেওয়া শেষে এজলাস থেকে বের হওয়া মাত্রই আদালতের বারান্দা থেকে তাকে ফের গ্রেপ্তার করে সাদা পোশাকের ডিবি পুলিশ। এর পর তাকে সোপর্দ করা হয়েছে চকরিয়া থানায়।

সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীকে ফের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। ওসি বলেন-এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধবন্দর থানায় নিষিদ্ধ সংগঠনের সাত সদস্য গ্রেফতার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ফার্মেসিতে শিশুদের নকল ওষুধ, দোকান সিলগালা