কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের বিশাল পাহাড় কেটে সাবাড় এবং অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে দু’দফা সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন এবং বনবিভাগ। গত রবিবার দিবাগত রাতে উপজেলা প্রশাসনের অভিযানের সময় পাহাড় কেটে মাটি পরিবহনে নিয়োজিত একটি ডাম্পার গাড়ি জব্দ এবং এক শ্রমিককে আটক করা হয়।
পরদিন গতকাল সোমবার সকালে একইস্থানে ফের অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধভাবে নির্মিত একাধিক বসতি। এই অভিযানসহ করোনাকালীন সময়ের শুরু থেকে গত নয়মাসে ফাঁসিয়াখালী রেঞ্জের নিয়ন্ত্রণাধীন নলবিলা বিট কাম চেক স্টেশন ও কাকারা বনবিটের বিভিন্ন মৌজায় সংরক্ষিত বনাঞ্চলে অভিযানের সময় কয়েকশত অবৈধ বসতি উচ্ছেদের পর উদ্ধার করা হয়েছে অন্তত ১৫০ হেক্টর বনভূমি। যেখানে সামাজিক বনায়নের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। নলবিলা বনবিটের নিয়ন্ত্রণাধীন বার আউলিয়া নগর এলাকায় বিশাল পাহাড় কেটে মাটি নিয়ে যাওয়ার খবর পেয়ে রবিবার রাতে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ। কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) তৌহিদুল ইসলামের নির্দেশে এবং ফুলছড়ি ও ফাঁসিয়াখালী রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. সোহেল রানার সার্বিক সহায়তায় গতকাল সোমবার সকালে বার আউলিয়ানগর এলাকার আরএস ২৮১ দাগের সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালায় ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম ও নলবিলা বিটের স্টেশন কর্মকর্তা শেখ মিজানুর রহমানের নেতৃত্বে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তারা পাহাড় সাবাড়স্থলে নির্মিত একাধিক অবৈধ বসতি গুঁড়িয়ে দেয়।
এ ব্যাপারে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম জানান, নলবিলা বনবিটের সংরক্ষিত বনাঞ্চলে পাহাড় কাটায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আদালতে মামলা রুজু করা হয়েছে। মামলায় জব্দ দেখানো হয়েছে মাটি পরিবহনে নিয়োজিত ডাম্পার গাড়িটি।
রেঞ্জ কর্মকর্তা আরো জানান, করোনাকালীন সময় থেকে এ পর্যন্ত নয়মাসে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদপূর্বক অন্তত ১৫০ হেক্টর বনভূমি দখলমুক্ত করে সেখানে সামাজিক বনায়নের প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
কোথাও বনভূমি দখলের খবর পেলেই সাঁড়াশি অভিযান অব্যাহত রাখা হয়েছে।