কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম বলেছেন, জনগণ যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের নির্বাচিত করেছেন তা পূরণ করতে সচেষ্ট হবেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনী, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সর্বোপরী মানুষের কাছ থেকে অর্জিত আস্থা ধরে রেখে আগামী নির্বাচনেও যাতে জয়ী হতে পারেন সেদিকে লক্ষ্য রেখে দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে সরকারের যেকোনো পদক্ষেপ বাস্তবায়নের জন্য ইউপি চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ পরিচালনা করবেন। এতেই প্রকৃতপক্ষে এলাকার জনগণ সরকারের সুফল পাবে।
এমপি জাফর আলম গতকাল মঙ্গলবার সকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত চকরিয়ার বাকি ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে (চতুর্থ ধাপে) নির্বাচিত ইউপি সদস্যদের (সংরক্ষিত ও সাধারণ) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব এবং নির্বাচিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ-জামান, চকরিয়া থানার ওসি মো. ওসমান গণি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু ও জেসমিন হক জেসি চৌধুরী, ইউপি চেয়ারম্যান জামাল হোসেন চৌধুরী, হেলাল উদ্দিন হেলালী, হাসানুল ইসলাম আদর প্রমুখ।