চকরিয়ায় ৮০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ৯:৩২ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় ৮০ হাজার ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি টেক্সি জব্দ করা হয়। মাদকের এ বিশাল চালানটি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে চট্টগ্রামে পাচার হচ্ছিল। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী ছিঁড়াপাহাড় এলাকায় এ অভিযান চালায় চকরিয়া থানা পুলিশ। পুলিশ জানায়, জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা।

গ্রেপ্তারকৃতরা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তুলাতুলি গ্রামের মো. আমিনের ছেলে মোহাম্মদ শফি (৪৩), একই ইউনিয়নের কাগজিখোলা গ্রামের মৃত ফজল করিমের ছেলে আমির হোসাইন (৫৪) ও একই উপজেলার গর্জনীয়া ইউনিয়নের আলী হোসাইনের ছেলে রফিক উল্লাহ (২৯)। এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি দিয়ে প্রশাসনের নজর ফাঁকি দিয়ে আনা ইয়াবা নিয়ে চকরিয়ায় পৌঁছে তারা। ইয়াবার চালানটি চট্টগ্রামে পাচার করছিল তাদের পরিচিত মাদক ব্যবসায়ীদের কাছে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশকে দুটি দলে বিভক্ত করে অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধড. মঈনুল ইসলামের কলাম
পরবর্তী নিবন্ধবান্দরবানে ৬ এতিম শিশুর লেখাপড়ার দায়িত্ব নিলো সেনাবাহিনী