চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বরইতলী দরগা পাড়া রোডের পশ্চিমপাশে যাত্রীবাহী লেগুনা পরিবহনের একটি গাড়িতে অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মো. মহিউদ্দিন (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের সাতঘরিয়া পাড়ার মৃত আবদুস সালামের পুত্র। পুলিশ জানায়, সোমবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বরইতলী দরগা পাড়া রোডের পশ্চিমপাশে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী লেগুনা পরিবহনের একটি গাড়িতে ইয়াবা উদ্ধারে তল্লাশি অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিদর্শক মো. টিপু সুলতানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এতে ৭ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে মঙ্গলবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।