চকরিয়ায় ২৭ শ্রমিক পরিবার পেল ১২ লাখ টাকা অনুদান

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

চকরিয়ায় প্রচলিত শ্রম আইন ও সড়ক পরিবহন আইন২০১৮ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইতোপূর্বে মারা যাওয়া শ্রমিকদের পরিবার এবং অক্ষম হয়ে পড়াসহ ২৭ জন শ্রমিক ও তাদের পরিবারের কাছে নগদ ১০ লাখ ৯২ হাজার টাকার এককালীন অনুদান প্রদান করা হয়।

চকরিয়ালামাআলীকদম রোড কমিটি, আরাকান শ্রমিক ইউনিয়নের আয়োজনে চকরিয়া পৌরসভার শহীদ আবদুল হামিদ বাস টার্মিনালে এই অনুষ্ঠান সম্পন্ন হয় গতকাল বুধবার বিকেলে। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। এমপি ব্যক্তিগতভাবে পরিবারগুলোর মাঝে ১ লাখ ৮ হাজার টাকা অনুদান দেন।

রোড কমিটির সভাপতি রফিক আহমদের সভাপতিত্বে ও সম্পাদক রফিক উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মুছা, শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক কামাল আজাদ, ফরিদ আহমদ, বাস মালিক সমিতির সভাপতি নুরুল হোছাইন, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনাজিরহাট পৌরসভার মেয়র কাউন্সিলরদের শপথ গ্রহণ
পরবর্তী নিবন্ধ‘শারীরিক মানসিক সুস্থতার জন্য মেডিটেশনের বিকল্প নেই’