চকরিয়ায় ২৪০০ ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ জুন, ২০২১ at ১০:৩৩ পূর্বাহ্ণ

চকরিয়ায় ২৪০০ ইয়াবাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার রাতে চকরিয়ার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু সাফারি পার্ক গেটের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। এ সময় তাদের তল্লাশী করে এগুলো পাওয়া যায়। গ্রেপ্তারকৃতরা হলো- লামার ফাঁসিয়াখালীর রাঙাঝিরির ইব্রাহিম খলিলের স্ত্রী ছেনুয়ারা বেগম (৩৮), সাতকানিয়ার কাটগড়ের নূর নবীর স্ত্রী নূর কায়েদা (১৯) ও আজিজুর রহমানের স্ত্রী নূর ছফানী (৩২)।
চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, তিন নারী মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের তল্লাশী করে পাওয়া যায় ২৪০০ ইয়াবা। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধবাজালিয়া সমিতির সংবর্ধনা সভা
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংক চট্টগ্রাম নর্থ জোনের শরী’আহ সচেতনতা শীর্ষক সম্মেলন