চবি ছাত্র আলী তানবীরের উদ্যোগে ফেসবুক ডোনেশন থেকে প্রাপ্ত অর্থ দিয়ে চকরিয়ায় ১৮ জন প্রতিবন্ধীকে সার্জিক্যাল চেয়ার, হুইল চেয়ার, স্ট্যান্ডিং টেবল, সার্জিক্যাল জুতা ও কৃত্রিম পা প্রদান করা হয়। এছাড়া স্বাবলম্বী করার জন্য এক প্রতিবন্ধী পরিবারকে প্রদান করা হয় একটি সেলাই মেশিন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় নিজ কার্যালয়ে এসব সামগ্রী তুলে দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ। এসময় ১০টি সার্জিক্যাল চেয়ার, ৩টি হুইল চেয়ার, ২টি স্ট্যান্ডিং টেবল, ২ জোড়া সার্জিক্যাল জুতা, একজনকে কৃত্রিম পা এবং আরেক প্রতিবন্ধী পরিবারকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন এই শিশুদের মান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে তাদের স্বাবলম্বীকরণ ও শিক্ষার মানোন্নয়নে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। উদ্যোক্তা আলী তানবীর বলেন, গতানুগতিক ধারায় হুইল চেয়ার না দিয়ে আমরা চেষ্টা করি ডাক্তারের পরামর্শ অনুযায়ী যার যা প্রয়োজন তা দিতে। যারা বসতে পারে না তাদের সিপি চেয়ার, দাঁড়ানো জন্য স্ট্যান্ডিং টেবল, যার এক পা নেই তাকে দেওয়া হচ্ছে কৃত্রিম পা। অন্যদিকে যাদের দুই পা নেই তারা পাচ্ছে ট্রাই সাইকেল। প্রেস বিজ্ঞপ্তি।