চকরিয়ায় ১৩ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার ও সার্জিক্যাল জুতা

| বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২০ at ৪:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্র আলী তানবীর। করোনাকালীন চকরিয়া উপজেলার বেতুয়া বাজারে গ্রামের বাড়িতে এসে কাজ করছেন অসহায় প্রতিবন্ধীদের নিয়ে। গত ৪ মাসে তার উদ্যোগে ৮০ জন প্রতিবন্ধীকে ৩৯টা হুইল চেয়ারসহ ওয়াকার, সার্জিক্যাল জুতা, সেলাই মেশিন, ওষুধপত্র, খাবার প্রভৃতি দিয়ে সহযোগিতা করা হয়। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার ১৩ জন প্রতিবন্ধীকে ১২টি হুইল চেয়ার ও ১ জোড়া সার্জিক্যাল জুতা প্রদান করা হয়। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাদের হাতে এই হুইল চেয়ার ও সার্জিক্যাল জুতা তুলে দেয়া হয়। ইউএনও সৈয়দ শামসুল হক তাবরীজের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ জাফর আলম, উপজেলা চেয়ারম্যান ফজুলল করিম সাঈদী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাড. সরওয়ার আলম, সাবেক চবি ছাত্র আ স ম মঈন উদ্দিন, জিএম সাইদুর রহমান মিন্টু, এইচ এম তারেকুল ইসলাম, দিদারুল ইসলাম প্রমুখ।

এ ব্যাপারে উদ্যোক্তা আলী তানবীর বলেন, অনেক প্রতিবন্ধী পরিবারের পক্ষ থেকে হুইল চেয়ার বা সার্জিক্যাল জুতা চেয়ে আমাদের সাথে যোগাযোগ করা হয়। আমরা প্রথমে প্রতিবন্ধীর ঘরে যাই। তারপর তার জন্য সহায়তা চেয়ে ফেসবুকে পোস্ট করি। অনেকেই বিকাশে অর্থসহায়তা পাঠিয়ে ফান্ড গঠনে সহায্য করে। সেই অর্থ দিয়ে আমরা হুইল চেয়ারসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনে প্রতিবন্ধীদের ঘরে পৌঁছে দিই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালী থেকে গ্রেপ্তার আসামী দুইদিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের চার নতুন শাখার উদ্বোধন