চকরিয়ায় সড়কে ডাকাতি, জড়িত তিনজন গ্রেপ্তার

তাদের বিরুদ্ধে রয়েছে অসংখ্য ডাকাতি মামলা

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ১০:২৩ পূর্বাহ্ণ

চকরিয়ার চিরিঙ্গামানিকপুর সড়কে যানবাহনে ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার চকরিয়া থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সড়ক ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেনচকরিয়ার উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মাইজকাকারা এলাকার মৃত গুরা মিয়ার ছেলে মোহাম্মদ সেলিম (৩৫), একই উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং দক্ষিণ পাড়ার মোহাম্মদ কামাল হোসেনের ছেলে মোহাম্মদ সাজ্জাত হোসেন (২৫) ও বদরখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড টেকপাড়া এলাকার মাহামুদুল হকের ছেলে মোহাম্মদ আনছার (৩২)

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেপ্তারকৃত তিন ডাকাত জানিয়েছে, তারা গত ৩০ অক্টোবর রাতে চিরিঙ্গামানিকপুরইয়াংছা সড়কে যানবাহন ডাকাতির সঙ্গে জড়িত। স্বীকারোক্তি অনুযায়ী গ্রেপ্তারকৃত তিনজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে থানায় অসংখ্য ডাকাতি মামলা রয়েছে।

ওসি বলেন, মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে সড়ক ডাকাতির ঘটনায় মামলা রুজু করা হয়েছে। একইদিন দুপুরে তাদেরকে উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালত মামলার শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবছরের সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে আজ
পরবর্তী নিবন্ধনতুন ৪১ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ