চকরিয়ায় স্কুলের পুরনো বইভর্তি দুটি পিকআপ জব্দ

রাতের আঁধারে স্ক্র্যাপের দোকানে বিক্রির চেষ্টা

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:২৬ পূর্বাহ্ণ

চকরিয়ার বিএমচর উচ্চ বিদ্যালয়ের মালখানায় রক্ষিত কয়েক বছরের পুরনো বই রাতের আঁধারে দুটি পিকআপভর্তি করে স্ক্র্যাপের দোকানে নিয়ে যাওয়ার সময় টহলরত পুলিশের চোখে পড়ে। এ সময় পিকআপ দুটি জব্দ করে। একইসঙ্গে দুই গাড়ির চালক, স্ক্র্যাপ ক্রেতাকেও আটক করে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

 

এই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় বিদ্যালয়ের দুই শিক্ষককেও। পুলিশ জানায়গত মঙ্গলবার দিবাগত রাতে মাতামুহুরী তদন্ত কেন্দ্রের পুলিশ এলাকায় টহল দেওয়ার সময় বিএমচর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে পুরনো বইভর্তি পিকআপ দুটি জব্দ করে। এর পর গাড়ি দুটি নিয়ে আসা হয় থানায়।

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মিজানুর রহমান জানানসন্দেহ হওয়ায় পিকআপ গাড়ি দুটিসহ চালক ও স্ক্র্যাপ ব্যবসায়ীকে আটক করা হয়। আর এই ঘটনার বিষয়ে জানার জন্য ডাকা হয় বিদ্যালয়ের দুই শিক্ষককে। এর পর তাদেরসহ গাড়ি দুটি থানায় পাঠিয়ে দেওয়া হয়।

এবিষয়ে বিএমচর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বদিউল আলম বলেন, বিদ্যালয়ের মালখানায় অনেক বছরের পুরোনো বই রক্ষিত ছিল। তাই উইপোঁকার আবাসস্থল হয়ে উঠায় পুরোনো বইগুলো স্ক্র্যাপের দোকানে বিক্রি করে দিয়ে প্রাপ্ত টাকা বিদ্যালয়ের ফান্ডে জমা করার সিদ্ধান্ত হয় বিদ্যালয় পরিচালনা কমিটির সভায়।

এ সংক্রান্ত রেজুলেশনও করা হয়। কিন্তু কারা বইগুলো আমাদের অজান্তে বিদ্যালয়ের মালখানা থেকে বের করে পিকআপভর্তি করে তা তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় কারো অসৎ উদ্দেশ্য থাকলে তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, পুরনো বইসহ জব্দকৃত পিকআপ দুটি, দুই চালক ও স্ক্র্যাপ ব্যবসায়ীকে বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। যেহেতু পুরনো বইগুলো বিক্রি করে দেওয়ার জন্য আগেই সিদ্ধান্ত হয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষের। তবে অন্য কোন উদ্দেশ্য ছিল কীনা সেই বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করে পুলিশকে জানালে পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

পূর্ববর্তী নিবন্ধবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু
পরবর্তী নিবন্ধঅনুমতি না নিয়ে সড়ক কাটায় লাখ টাকা জরিমানা