চকরিয়ায় সাত কোটি টাকার ৮ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ৩১ জানুয়ারি, ২০২১ at ৭:৩৪ পূর্বাহ্ণ

চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নে একসঙ্গে ৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে সাত কোটি টাকার বেশি। তবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা উন্নয়ন প্রকল্পের কাজ গতকাল শনিবার থেকে শুরু হলেও বাকী উন্নয়ন প্রকল্প ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। এসব উন্নয়ন প্রকল্পের কারণে অবহেলিত লক্ষ্যারচর ইউনিয়নের চেহারা পাল্টে গেছে। সড়ক যোগাযোগ ও শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। বর্তমান সরকারের উন্নয়নের সুফল ইউনিয়নের মানুষ ভোগ করতে শুরু করেছে। প্রধান অতিথি হিসেবে জাফর আলম এমপি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত একে একে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। লক্ষ্যারচর ইউনিয়নের উন্নয়ন প্রকল্প দ্রুতগতিতে বাস্তবায়িত হয়েছে এবং বাকীগুলোও বাস্তবায়নের পথে। পুরোপুরি বাস্তবায়নের পর উদ্বোধন করা হয়েছে ৩৬ লক্ষ টাকা ব্যয়ে লক্ষ্যারচর ইউনিয়নের পূর্ব পাড়ায় এইচবিবি দ্বারা নির্মিত সড়ক, ২৩ লক্ষ টাকা ব্যয়ে পূর্ব পাড়া মিশ্রিজানের ছড়ার ওপর নির্মিত বঙ সেতু, ২১ লক্ষ ১৫ হাজার টাকা ব্যয়ে জহির পাড়া সড়কের ওপর নির্মিত বঙ সেতু, ২৩ লক্ষ টাকা ব্যয়ে নলবিলা বার আউলিয়া নগর সংযোগ সড়কের ওপর নির্মিত বঙ সেতু, ৫ কোটি ৪৩ লক্ষ টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন। নিজের জায়গায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জি এম কাইছারের ব্যক্তিগতভাবে ২০ লক্ষ টাকা ব্যয়ে চকরিয়া মাল্টি ট্রেনিং সেন্টার। এই ট্রেনিং সেন্টারে এমপি জাফর আলমের পক্ষ থেকে নগদ ১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়াও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে ৪২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ সড়ক, এমপির পক্ষ থেকে ১০ লক্ষ টাকা অনুদানে নির্মিতব্য আল মোস্তফা এতিম প্রকল্পের আবাসিক ভবন নির্মাণ (এই ভবন নির্মাণে প্রায় দেড় কোটি টাকা ব্যয় হবে)। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবু মুছা, চেয়ারম্যান জি এম কাইছার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিম, সহ-সভাপতি মো. সাইকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নুরুল আবচার সওদাগর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশীত উপাখ্যান
পরবর্তী নিবন্ধরেয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির দোয়া মাহফিল