চকরিয়ায় সন্ত্রাসী হামলার শিকার হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে থাকার ১১দিন পর মারা গেছেন যুবলীগ নেতা পারভেজ বাবু (৩২)। গত রোববার সকাল ৮ টার দিকে তিনি মারা যান বলে পরিবার সূত্রে জানা যায়। জায়গার বিরোধ নিয়ে গত ৫ জুলাই প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া পারভেজ বাবু চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজেম উদ্দিনের পুত্র। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থা বেগতিক হওয়ায় ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালের আইসিইউতে। সেখানে গত রোববার সকালে মারা যান পারভেজ।
এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবদুল জব্বার দৈনিক আজাদীকে বলেন,যুবলীগ নেতাকে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। যেহেতু তিনি মারা গেছেন, সেই মামলা এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। পুলিশ মামলার আসামীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।










