চকরিয়ায় যাত্রীবেশে উঠে চালককে শয়তানের নিশ্বাসে কাবু করার পর ছিনিয়ে নেওয়া হয়েছে ব্যাটারি চালিত একটি অটোরিকশা। এই ঘটনায় গুরুতর অসুস্থ (অজ্ঞান) অবস্থায় চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রবিবার বিকেলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ার চিরিঙ্গাস্থ মাতামুহুরী সেতুর পাশে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর স্থানীয়রা অটোরিকশা চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রেরণ করা হয় চমেক হাসপাতালে। অজ্ঞান পার্টির খপ্পরে পরে গুরুতর অসুস্থ চালকের নাম গিয়াস উদ্দিন (৩৫)। তিনি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদার পাড়ার মৃত শামশুর আলমের ছেলে।
চালক গিয়াস উদ্দিনের চাচি হুমায়রা বেগম ও ভাই জয়নাল আবেদীন জানান, প্রতিদিনের মতো রবিবার সকালে গিয়াস উদ্দিন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। দুপুরে বাড়িতে গিয়ে খাবারও খান। এর পর দুইটার দিকে ফের অটোরিকশা নিয়ে বের হয়ে পৌরশহরের চিরিঙ্গার দিকে যান। কিন্তু অজ্ঞান পার্টির লোকজন যাত্রীবেশে উঠে শয়তানের নিশ্বাস দিয়ে চালক গিয়াসকে অজ্ঞান করার পর ফেলে দিয়ে ছিনিয়ে নিয়ে যায় অটোরিকশাটি।
তারা আরও জানান, গিয়াস উদ্দিনের বাবা দেড় মাস আগে মারা যান। পরিবারের হাল ধরতে এক মাস আগে কিস্তিতে দুই লাখ টাকা দিয়ে অটোরিকশাটি ক্রয়ের পর বিভিন্ন সড়কে যাত্রী পরিবহন করে জীবিকা নির্বাহ করছিলেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।