চকরিয়ায় রাতের আঁধারে যুবলীগ নেতার বাড়িতে হামলা, আতঙ্ক

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ৫ এপ্রিল, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের একটি হাফেজিয়া মাদরাসা পরিচালনা কমিটির নেতৃত্ব নিয়ে বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসীরা রাতের আঁধারে যুবলীগ নেতার বাড়িঘরে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সন্ত্রাসীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে পর পর চার রাউন্ড ফাঁকা গুলিও ছুঁড়ে বলে জানান স্থানীয়রা। একের পর এক গুলির শব্দে এলাকার ঘুমন্ত লোকজন জেগে ওঠে আতঙ্কিত হয়ে পড়ে। শনিবার দিবাগত রাত বারোটার দিকে ইউনিয়নের রাজারবিল নয়াপাড়ায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
এদিকে স্থানীয় আতঙ্কিত লোকজনের কাছ থেকে খবর পেয়ে রাতেই চকরিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগে সন্ত্রাসীরা যুবলীগ নেতার বাড়িতে হামলা ও তাণ্ডব চালিয়ে নির্বিঘ্নেই চম্পট দেয় বলে ভুক্তভোগী যুবলীগ নেতাসহ স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছেন।
ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাঈমুল সিকদারকে হত্যার উদ্দেশ্যে রাতের আঁধারে এই সন্ত্রাসী হামলা ও তাণ্ডবের ঘটনা ঘটেছে বলে ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজমুল হাসান লিটন জানিয়েছেন। এ ঘটনায় জড়িত পাঁচজনের নাম উল্লেখসহ ১০ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি লিখিত এজাহার জমা দিয়েছেন বলে জানান ভুক্তভোগী যুবলীগ নেতা নাঈমুল সিকদার।
চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, যুবলীগ নেতার বাড়িতে হামলার খবর পেয়েই তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধলকডাউনে ৬ষ্ঠ-৯ম শ্রেণির অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত
পরবর্তী নিবন্ধকবে বিয়ে করেছেন-রেজিস্ট্রেশন আছে কিনা ব্যাখ্যা দেবেন মামুনুল