চকরিয়ায় রাতের আঁধারে গ্রামবাসীর ওপর হামলা

৭ গুলিবিদ্ধসহ আহত ১৩ জন

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ৮ অক্টোবর, ২০২১ at ৭:১৫ পূর্বাহ্ণ

চকরিয়া পৌর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে গ্রামবাসীর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় হেলমেট পরে আসা সশস্ত্র সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন ১৩ ব্যক্তি। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গত বুধবার সাড়ে ৮টার দিকে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের হালকাকারা মৌলভীর চর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার শিকার মৌলভীর চর গ্রামের বাসিন্দারা জানান, জালিয়া পাড়া থেকে বুধবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করে শতাধিক সশস্ত্র সন্ত্রাসী তাদের গ্রামে হামলা করে। এ সময় উপর্যুপরি ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। এর কারণ জানতে গেলে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয় গ্রামের ১৩ জন যুবক ও বৃদ্ধকে। যার মধ্যে ৭ জন গুলিবিদ্ধ, ৪ জন ধারালো অস্ত্রে এবং অপর দুইজন সামান্য আহত হয়েছেন।
এ ব্যাপারে চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম বলেন, হামলার ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকুমিরা ঘাটে মালবাহী ট্রলার ডুবি
পরবর্তী নিবন্ধসাহেদের সাথে ‘মহব্বত’ হল কীভাবে?