কক্সবাজারের চকরিয়ার চিংড়ি জোনের একটি প্রকল্পের স্লুইস গেটের পানিতে ভেসে গিয়ে মাছ ধরার জালে আটকে পড়ে মারা গেছে এক ব্যক্তি। তিনি ওই প্রকল্পের শেয়ারদার ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়– গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে উপকূলীয় বদরখালী ইউনিয়নের চিলখালী নামক স্থানে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম বশির আহমদ প্রকাশ কফিল (৪৮)। তিনি বদরখালী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মাতারবাড়ি পাড়ার রফিক আহমদের পুত্র। মৎস্য প্রকল্পের অন্যান্য শেয়ারদার জানান– দুর্ঘটনাবশত হয়ে তাদেরই শেয়ারদার বশির আহমদ প্রকাশ কফিল হঠাৎ পানিতে পড়ে গিয়ে স্লুইস গেটের জালে আটকে গিয়ে মারা যায়। পরে তাকে উদ্ধার করে উপরে তোলার ব্যবস্থা করা হয়। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে চিংড়ি প্রকল্পের এলাকাটি বেশ দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে দেরি হবে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা চালানো হবে।