চকরিয়ায় মাইক্রোবাস চাপায় পথচারী নিহত

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ২১ জুলাই, ২০২১ at ২:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী মাইক্রোবাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন।
বাজার থেকে কেনা পণ্য নিয়ে বাড়ি ফেরার পথে আজ বুধবার (২১ জুলাই) সকাল সাতটার দিকে মহাসড়কের খুটাখালী উচ্চ বিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত পথচারীর নাম বশির আহমদ (৫০)। তিনি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মধ্যম গর্জনতলী গ্রামের মৃত পেটান আলীর পুত্র। পেশায় তিনি দিনমজুর।
মহাসড়কের মালুমঘাট হাইওয়ে পুলিশ জানায়, ঈদের দিন সকালে খুটাখালী বাজারে গিয়েছিলেন বশির আহমদ। পণ্যসামগ্রী ক্রয় শেষে বাড়ি ফেরার পথে খুটাখালী উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে কক্সবাজারমুখী দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
খুটাখালী ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য অলি আহমদ সড়ক দুর্ঘটনায় পথচারী বশির আহমদেরে নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় আরও ৪ মৃত্যু, শনাক্ত ৭৯০
পরবর্তী নিবন্ধনিজের রাইফেল দিয়ে পুলিশ কন্সটেবলের আত্মহত্যা