কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোসেন চৌধুরীকে মহিষ চুরি মামলায় কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) উচ্চ আদালত থেকে নেয়া জামিনের সময়সীমা পার হওয়ার পর নিম্ন আদালত কক্সবাজার দায়রা আদালতে জামিনের আবেদন করলে আদালত তার জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
জানা গেছে, কক্সবাজারের মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ছিদ্দিক আহমদের ছেলে মো: নছিমের আট লাখ টাকা মূল্যের চারটি মহিষ গত কয়েক বছর আগে চিংড়ি ঘের থেকে চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়া মহিষগুলো চেয়ারম্যানের দখলে পাওয়ার সংবাদ পেয়ে মালিক পক্ষ তার সাথে যোগাযোগ করলে ফেরৎ দেবে বলে কালক্ষেপণ করতে থাকেন। এরই ফাঁকে মহিষগুলো অন্যত্রে বিক্রি করে দেয়।
এতে কোনো উপায় না দেখে মহিষের মালিক আদালতে একটি মামলা করেন। এই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে এসে চেয়ারম্যান বাদিকে প্রাণ নাশের হুমকি দেয়। উচ্চ আদালত থেকে নেয়া জামিনের মেয়াদ শেষ হবার পর ১৫ ডিসেম্বর কক্সবাজার আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।
চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার।