চকরিয়ায় মহাসড়কের পাশ থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ৪ নভেম্বর, ২০২০ at ১০:৩৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের দুই পাশ থেকে উচ্ছেদ করা হয়েছে শতাধিক অবৈধ স্থাপনা। যার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতিও ছিল। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পুলিশ ও সওজ কর্মকর্তাদের সহায়তায় হারবাং স্টেশন এবং আশপাশের এলাকায় এই অভিযান চালায়। এসময় আটক করা হয় এক অবৈধ দখলদারকে। তবে অভিযানের খবরে অন্যরা পালিয়ে যায়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী সৈয়দ শামসুল তাবরীজ। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দৈনিক আজাদীকে বলেন, ‘দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশে অবৈধ দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে। বিভিন্ন সময় উচ্ছেদ অভিযান চালানো হলেও একশ্রেণির দখলদার মহাসড়কের দুইপাশে অবৈধভাবে পাকা, আধা পাকা স্থাপনা নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য ও বসতি গড়ে তুলেছিল। এসব কারণে মহাসড়কে যানজট ও সড়ক দুর্ঘটনা বাড়ছিল।’ ম্যাজিস্ট্রেট আরো বলেন, ‘অবৈধ দখল উচ্ছেদে এই অভিযান অব্যাহত থাকবে।’

পূর্ববর্তী নিবন্ধআরেক দফা গ্র্যাচুইটির টাকা পেলেন চসিকের অবসরপ্রাপ্তরা
পরবর্তী নিবন্ধসার্ভ ফর স্মাইলের নতুন কমিটি গঠন