চকরিয়ায় ভবঘুরেদের মাঝে ফুটন্ত কিশোর ক্লাবের খাবার বিতরণ

| বুধবার , ১৪ জুলাই, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

করোনাভাইরাস পরিস্থিতিতে ভবঘুরে মানসিক ভারসাম্যহীনদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সামাজিক সংগঠন ফুটন্ত কিশোর ক্লাব। গত সোমবার সন্ধ্যার পর থেকে রাত ৯টা অবধি চকরিয়া শহরের বিভিন্নস্থানে ঘুরে তাদের খাবারের প্যাকেট তুলে দেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় পরিষদ সভাপতি সাখাওয়াত হোসেন আদনান। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া থানার এসআই মোজাম্মেল হক, চকরিয়া উপজেলা শাখার সাবেক সমন্বয়ক জিহান উদ্দিন, সদস্য মো. সালাউদ্দিন, ফরহাদুল ইসলাম নিঝুম, রাকিব উল্লাহ মাহমুদ, তারেক, সাহেদ মোহাম্মদ জালাল, আবির, শহিদুল উদ্দিন এনি প্রমুখ। খাবার বিতরণকালে সাখাওয়াত হোসেন আদনান বলেন, ভবঘুরে মানুষগুলোও সমাজের অংশ। তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব রাষ্ট্রের এবং সমাজের বিত্তবানসহ সকলের। একদিকে হোটেল-রেস্তোরাঁ বন্ধ, অন্যদিকে থাকার এবং রান্না করে খাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় মানুষগুলোর কষ্টের অন্ত নেই। তাই এসব ভাসমান ভবঘুরে মানুষগুলোর পাশে থাকার চেষ্টায় আমাদের এই উদ্যোগ। লকডাউন শেষ হওয়া অবধি আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধ৫ টার পর দোকান খোলা রাখায় জরিমানা
পরবর্তী নিবন্ধচন্দনাইশ গাউসিয়া কমিটিকে সুরক্ষা সামগ্রী প্রদান