কক্সবাজারের চকরিয়ায় মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ব্যবসায়ী মো. লতিফ উল্লাহকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার সকালে তাঁর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। এদিকে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে পুলিশ আটক করেছে বলে জানালেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করেনি। তবে হত্যারহস্য উম্মোচনসহ ধৃত সন্দেহভাজনের কাছ থেকে জরুরি তথ্য পেতে চেষ্টা করছে পুলিশ। এরপর আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে ব্রিফ করা হবে বলে জানিয়েছেন ওসি মুহাম্মদ ওসমান গনি।
গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে টাকা লুটসহ ওই হত্যাকাণ্ড সংঘটিত করে অজ্ঞাত দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।