চকরিয়ায় বিনামূল্যে শতাধিক শিশুর খৎনা

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় অসহায়, গরীব পরিবারের শতাধিক শিশুকে বিনামূল্যে করানো হয়েছে খৎনা। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পুকপুকুরিয়া গ্রামে দিনব্যাপী এই খৎনা ক্যাম্প২০২৩ অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার। এদিন সকাল ৯টা থেকে দিনব্যাপী অভিজ্ঞ ডাক্তার দ্বারা পর্যায়ক্রমে শতাধিক শিশুকে এই খৎনা করানোর কার্যক্রম সম্পন্ন হয়। খৎনা শেষে ব্যবস্থাপত্রের সঙ্গে প্রয়োজনীয় ওষুধপত্রাদি এবং পরিধেয় বস্ত্র হিসেবে একটি করে লুঙ্গি তুলে দেওয়া হয়েছে।

ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডশনের উদ্যোগে আয়োজিত সকালে এই খৎনা ক্যাম্প উদ্বোধন করেন কক্সবাজার১ আসনের সংসদ সদস্য জাফর আলম। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ওসমান বিন রহিম উল্লাহ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীকল্যাণ সমিতির ভাইস প্রেসিডেন্ট ডাক্তার তৈয়ব সিকদার, এসএআরপিভির উপদেষ্টা মাহমুদুল হাসান, শামশুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. নাছির উদ্দিন, এসএআরপিভির আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিত, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, ফাউন্ডেশন চেয়ারম্যানের বাবা রহিম উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে সমন্বিত ভর্তি পরীক্ষা সম্পন্ন
পরবর্তী নিবন্ধভারতীয় সহকারী হাই কমিশনের আন্তর্জাতিক যোগ দিবস পালন