চকরিয়ায় বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণ

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ১৯ জুন, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

চকরিয়ায় চুরি করার বেশে বাড়িতে ঢুকে এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় চোরের দল বাড়ি থেকে কয়েকটি মোবাইল সেট ও নগদ কিছু টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে অজ্ঞাত চারজনকে আসামি করে থানায় মামলা রুজু করে। পরে পুলিশ সন্দেহভাজন একজনকে আটকের পর ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে গতকাল রবিবার। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাকারা ইউনিয়নের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার সন্দেভাজন যুবকের নাম মোহাম্মদ বাবুল (২৮)। সে কাকারা ইউনিয়নের বার আউলিয়া নগর গ্রামের ইসমাইলের ছেলে। পরিবারের দাবিকিশোরীকে ধর্ষণের আগে বাড়ি থেকে তিনটি মোবাইল ফোন ও ৫ হাজার টাকা লুট করে চোরের দল। গভীর রাতে মুখোশ পরে তারা বাড়িতে ঢুকে পড়ে। চুরি শেষে চলে যাওয়ার সময় মাবাবার রুমটি বাইরে থেকে আটকে দিয়ে অন্য রুমে থাকা ওই কিশোরীকে ধর্ষণ করে চোরদলের এক সদস্য। এ ব্যাপারে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, এই ঘটনায় কিশোরীর বাবার দেওয়া লিখিত অভিযোগটি থানায় মামলা হিসেবে রুজু করা হয়। ইতোমধ্যে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে কিশোরীকে।

পূর্ববর্তী নিবন্ধসাজা শেষে ‘জল্লাদ’ শাহজাহান দেখলেন, অপেক্ষায় নেই কোনো স্বজন
পরবর্তী নিবন্ধটেকনাফে দুটি গাড়ীর সংঘর্ষ, নিহত ১