চকরিয়ায় বাস-ডাম্পার মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত ১২

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২০ at ৫:১২ পূর্বাহ্ণ

চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মইক্যাঘোনা এলাকায় যাত্রীবাহী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ডাম্পার চালক মো. হোসেন বাবু (২৮) একই ইউনিয়নের উত্তর ফুলছড়ি গ্রামের আবু বক্করের পুত্র। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনায় বাস চালকসহ ১২ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে মালুমঘাট হাইওয়ে পুলিশ। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। আহত বাস চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের সবাইকে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোর্শেদুল আলম চৌধুরী বলেন, দুর্ঘটনায় নিহত ডাম্পার চালকের লাশ উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে দুর্ঘটনায় পতিত দুটি গাড়ি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধকর্পোরেট হাউজকে অন্তর্ভুক্ত করার পরামর্শ বিসিবির দুই পরিচালকের
পরবর্তী নিবন্ধমন্ত্রিসভা কমিটিতে ৫০ হাজার টন ইউরিয়া সার আমদানিতে সায়