চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী যাত্রীবাহী বাস ও পণ্যবোঝাই জীপ গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন আকিজ ফুড এন্ড বেভারেজ কম্পানিতে কর্মরত এক সেলসম্যান (বিক্রয়কর্মী)। আহত হয়েছেন ওই জীপের চালক ও সহকারী। তন্মধ্যে চালকের অবস্থাও আশঙ্কাজনক। আহত দুইজনকে উদ্ধারের পর স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশনের অদূরে হাসিনা গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আকিজ কম্পানির সেলসম্যানের নাম ফরিদুল আলম (৫০)। তিঁনি চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাজীর পাড়ার মৃত আবদুল গণির পুত্র। আহতরা হলেন- জীপ গাড়ির চালক আবদুল হাকিম (৪৫)। তিঁনি চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়ার আবুল হোসেনের পুত্র। আহত অপরজনের নাম সেকাব উদ্দিন সাকিব (২০)। সে কাজীর পাড়ার আহমদ হোসেনের পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাসড়কের মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান।
তিঁনি জানান- চকরিয়ামুখী পন্যবোঝাই জীপ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাসের। এ সময় দুটি গাড়িই তীব্র গতিতে থাকায় সংঘর্ষের সময় সম্মুখস্থল দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আকিজ ফুড এন্ড বেভারেজের সেলসম্যান ফরিদুল আলম। আহত হন জীপের চালক ও সহকারী। তাদেরকে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান- দুর্ঘটনার পর পরই সড়ক থেকে গাড়ি দুটিও সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। নিহতের লাশ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে।